আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭১৫
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৫। আবু ওয়ালা আল-মিসরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-র কাছে আঙ্গুর নিংড়ানোর হুকুম জিজ্ঞেস করলেন। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে উপঢৌকন দেয়ার জন্য এক কলসি শরাব নিয়ে আসে। নবী ﷺ তাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি কি জানো আল্লাহ তাআলা শরাব হারাম করেছেন?" সে উত্তর দিলো, না। লোকটির পাশের এক ব্যক্তি তার কানে কানে কিছু বললো। নবী ﷺ তাকে জিজ্ঞেস করলেনঃ “তুমি চুপে চুপে তাকে কি বললে?" সে জবাব দিলো, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। নবী ﷺ বলেনঃ “যে মহান সত্তা এটা পান করা হারাম করেছেন, তিনি এর ক্রয়-বিক্রয় ও ব্যবসাও হারাম করেছেন।” রাবী বলেন, একথা শুনে সে কলসের মুখ কাৎ করে দিলো এবং এর মধ্যে যে শরাব ছিল তা ঢেলে পড়ে গেলো।
بَابُ: تَحْرِيمِ الْخَمْرِ وَمَا يُكْرَهُ مِنَ الأَشْرِبَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِي وَعْلَةَ الْمِصْرِيِّ، أَنَّهُ سُئِلَ ابْنُ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنَ الْعِنَبِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ عَلِمْتَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَهَا» ؟ قَالَ: لا، فَسَارَّهُ إِنْسَانٌ إِلَى جَنْبِهِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِمَ سَارَرْتَهُ؟» قَالَ: أَمَرْتُهُ بِبَيْعِهَا، فَقَالَ: «إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا» .
قَالَ: فَفَتَحَ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا
قَالَ: فَفَتَحَ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا
