আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭১৪
মধুর এবং গন্ধযুক্ত জিনিসের তৈরী শরাব ইত্যাদির বর্ণনা।
৭১৪ । আতা ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ -কে উবাইরাআ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেনঃ “এর মধ্যে কোন কল্যাণ নেই।" অতঃপর তিনি তা পান করতে নিষেধ করেন। আমি (ইমাম মালেক) যায়েদ ইবনে আসলামকে জিজ্ঞেস করলাম, উবাইরাআ কি জিনিস? তিনি বলেন, জোয়ার থেকে তৈরী শরাব।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْغُبَيْرَاءِ؟ فَقَالَ: «لا خَيْرَ فِيهَا، وَنَهَى عَنْهَا» ، فَسَأَلْتُ زَيْدًا مَا الْغُبَيْرَاءُ؟ فَقَالَ: السُّكُرْكَةُ
