আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭১৬
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। ইরাকের এক ব্যক্তি তাকে বললো, আমরা গাছের খেজুর, আঙ্গুর ও আখ খরিদ করে তা দিয়ে শরাব তৈরী করে বিক্রি করি। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) তাকে বলেন, আমি আল্লাহ, তাঁর ফিরিশতাগণ এবং জিন ও মানুষের মধ্যে যারা শুনতে পায় তাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের তা বিক্রি করার, ক্রয় করার, তা নিংড়ানোর এবং পান করার নির্দেশ দিতে পারি না। কেননা তা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এসব হাদীসের উপর আমল করি। শরাব, নেশা উদ্রেককারী জিনিস এবং এ জাতীয় যাবতীয় পানীয়, যা পান করা আমরা মাকরূহ (হারাম) মনে করি, তার ক্রয়-বিক্রয় এবং তার মূল্য ভোগ করার কোন অনুমতি বা অবকাশ নেই।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الْعِرَاقِ، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: إِنَّا نَبْتَاعُ مِنْ ثَمَرِ النَّخْلِ، وَالْعِنَبِ، وَالْقَصَبِ، فَنَعْصِرُهُ خَمْرًا فَنَبِيعَهُ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: إِنِّي أُشْهِدُ اللَّهَ عَلَيْكُمْ وَمَلائِكَتَهُ، وَمَنْ سَمِعَ مِنَ الْجِنِّ وَالإِنْسِ أَنِّي لا آمُرُكُمْ أَنْ تَبْتَاعُوهَا، فَلا تَبْتَاعُوهَا وَلا تَعْصِرُوهَا وَلا تَسْقُوهَا، فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَا كَرِهْنَا شُرْبَهُ مِنَ الأَشْرِبَةِ الْخَمْرِ وَالسُّكْرِ وَنَحْوِ ذَلِكَ، فَلا خَيْرَ فِي بَيْعِهِ وَلا أَكْلِ ثَمَنهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭১৬ | মুসলিম বাংলা