আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫০৩
হজ্জের অনুষ্ঠানে অগ্র-পশ্চাৎ করা।
৫০৩। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) বলতেন, ভুলবশত কারো হজ্জের কোন অনুষ্ঠান বাদ পড়লে অথবা ত্যাগ করলে সে যেন একটি পশু যবেহ করে। অধস্তন রাবী আইউব মুখতিয়ানী বলেন, সাঈদ ইবনে জুবায়ের “পরিত্যাগ করেছে” না “ভুলে গেছে” এর কোন কথাটি বলেছেন তা আমি মনে রাখতে পারিনি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ -এর হাদীসের উপর আমল করি । তিনি বলেছেনঃ “এসব অনুষ্ঠানে অগ্র-পশ্চাৎ হওয়াতে কোন দোষ নেই” । এজন্য কোন কাফ্ফারাও দিতে হবে না। ইমাম আবু হানীফা (রাহঃ)-ও মত প্রকাশ করেছেন যে, এসব ব্যাপারে অগ্র-পশ্চাৎ হয়ে গেলে তাতে কোন ক্ষতি নেই। তিনি এজন্য কাফ্ফারা দেয়ার কথাও বলেননি। কিন্তু একটি ব্যাপারে তিনি বলেছেন যে, তামাত্তু বা কিরান হজ্জকারী যদি কোরবানী করার পূর্বে মাথা কামায় তবে তাদের একটি করে পশু যবেহ করতে হবে। কিন্তু আমাদের মতে এক্ষেত্রেও কাফ্ফারার প্রয়োজন নেই।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ يَقُولُ: «مَنْ نَسِيَ مِنْ نُسُكِهِ شَيْئًا، أَوْ تَرَكَ فَلْيُهْرِقْ دَمًا» ، قَالَ أَيُّوبُ: لا أَدْرِي أَقَالَ تَرَكَ أَمْ نَسِيَ؟ قَالَ مُحَمَّدٌ: وَبِالْحَدِيثِ الَّذِي رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَأْخُذُ أَنَّهُ قَالَ: لا حَرَجَ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ، وَقَالَ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ: لا حَرَجَ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ، وَلَمْ يَرَ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ كَفَّارَةً إِلا فِي خَصْلَةٍ وَاحِدَةٍ، الْمُتَمَتِّعُ وَالْقَارِنُ إِذَا حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ قَالَ: عَلَيْهِ دَمٌ، وَأَمَّا نَحْنُ، فَلا نَرَى عَلَيْهِ شَيْئًا
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৫০৩ | মুসলিম বাংলা