আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫০৪
- হজ্ব - উমরার অধ্যায়
ইহরাম অবস্থায় শিকার করলে তার প্রতিবিধান ।
৫০৪। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) ইহরাম অবস্থায় গুইসাপ শিকার করলে একটি মেষ, হরিণ শিকার করলে একটি ছাগল, খরগোশ শিকার করলে এক বছর বয়সের একটি ছাগল এবং বন্য ইঁদুর মারলে চার মাস বয়সের একটি ছাগলের বাচ্চা যবেহ করার নির্দেশ দিয়েছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উল্লেখিত সকল নিয়ম মেনে নিয়েছি। এই পশু একে অপরের সমতুল্য।
كتاب الحج
بَابُ: جَزَاءِ الصَّيْدِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ «قَضَى فِي الضَّبُعِ بِكَبْشٍ وَفِي الْغَزَالِ بِعَنْزٍ، وَفِي الأَرْنَبِ بِعَنَاقٍ وَفِي الْيَرْبُوعِ بِجَفْرَةٍ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ لأَنَّ هَذَا أَمْثِلَةٌ مِنَ النَّعَمِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান