আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫০২
হজ্জের অনুষ্ঠানে অগ্র-পশ্চাৎ করা।
৫০২। আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। বিদায় হজ্জের বছর রাসূলুল্লাহ ﷺ মিনায় লোকদের উদ্দেশে দাঁড়ালেন। লোকজন তাঁর নিকট প্রয়োজনীয় বিষয় সম্পর্কে প্রশ্ন করতে থাকলো। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমি অজ্ঞতাবশত পাথর নিক্ষেপের পূর্বে কোরবানী করে ফেলেছি। তিনি বলেনঃ “পাথর নিক্ষেপ করো, এতে কোন দোষ নেই”। আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি অজ্ঞতাবশত কোরবানীর পূর্বে মাথা কামিয়ে ফেলেছি। তিনি বলেনঃ “কোরবানী করো, তাতে কোন দোষ নেই” । রাবী বলেন, সেদিন কোন অনুষ্ঠান আগে বা পরে হয়ে যাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -এর নিকট জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেছেনঃ “এখন তা করো, এতে কোন দোষ নেই”।
بَابُ: مَنْ قَدَّمَ نُسُكًا قَبْلَ نُسُكٍ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ لِلنَّاسِ عَامَ حَجَّةِ الْوَدَاعِ يَسْأَلُونَهُ، فَجَاءَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَشْعُرْ " فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: ارْمِ، وَلا حَرَجَ "، وَقَالَ آخَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَشْعُرْ " فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: اذْبَحْ وَلا حَرَجَ "، فَمَا سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ يَوْمَئِذٍ قُدِّمَ وَلا أُخِّرَ إِلا قَالَ: «افْعَلْ وَلا حَرَجَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৫০২ | মুসলিম বাংলা