আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৭৬
পদব্রজে অথবা বাহনে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করা।
৪৭৬। নবী ﷺ -এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অসুস্থ হয়ে পড়লাম এবং তা রাসূলুল্লাহ ﷺ -কে জানালাম। তিনি বলেনঃ “তুমি লোকদের পিছনে পিছনে সওয়ারীতে চড়ে তাওয়াফ করো।” রাবী বলেন, আমি এভাবেই তাওয়াফ করলাম এবং রাসূলুল্লাহ ﷺ বাইতুল্লাহর কাছে দুই রাকআত নামায পড়লেন। তিনি নামাযে সূরা তূর পাঠ করলেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। অসুখ অথবা অন্য কোন ওজরের কারণে সওয়ারীতে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করায় কোন দোষ নেই। এজন্য কোনরূপ কাফফারাও দিতে হবে না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম আবু হানীফা ও মালেকের মতে পদব্রজে তাওয়াফ করা ওয়াজিব। বিনা ওজরে বাহনে আরোহণ করে তাওয়াফ করলে একটি পশু কোরবানী করতে হবে। ইমাম শাফিঈর একমত অনুযায়ী বিনা ওজরে বাহনে চড়ে তাওয়াফ করা জায়েয। তার অপর মত অনুযায়ী তা জায়েয হলেও মাকরূহ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। অসুখ অথবা অন্য কোন ওজরের কারণে সওয়ারীতে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করায় কোন দোষ নেই। এজন্য কোনরূপ কাফফারাও দিতে হবে না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম আবু হানীফা ও মালেকের মতে পদব্রজে তাওয়াফ করা ওয়াজিব। বিনা ওজরে বাহনে আরোহণ করে তাওয়াফ করলে একটি পশু কোরবানী করতে হবে। ইমাম শাফিঈর একমত অনুযায়ী বিনা ওজরে বাহনে চড়ে তাওয়াফ করা জায়েয। তার অপর মত অনুযায়ী তা জায়েয হলেও মাকরূহ।
بَابُ: الطَّوَافِ بِالْبَيْتِ رَاكِبًا أَوْ مَاشِيًا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الأَسَدِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: " اشْتَكَيْتُ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ، قَالَتْ: فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَانِبِ الْبَيْتِ، وَيَقْرَأُ: بِ الطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ لِلْمَرِيضِ وَذِي الْعِلَّةِ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ مَحْمُولا، وَلا كَفَّارَةَ عَلَيْهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
