আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৭৭
পদব্রজে অথবা বাহনে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করা।
৪৭৭। ইবনে আবু মুলাইকা (রাহঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ) কুষ্ঠরোগে আক্রান্ত এক মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন । সে বাইতুল্লাহ তাওয়াফ করছিল। তিনি বলেন, হে আল্লাহর বাঁদী। তুমি নিজ বাড়িতে অবস্থান করো, লোকদের কষ্ট দিও না। উমার (রাযিঃ)-র ইন্তেকালের পর সেই মহিলা আবার মক্কায় আসলে তাকে বলা হলো, যে ব্যক্তি তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিল, সে ধ্বংস হয়েছে। স্ত্রীলোকটি বললো, আল্লাহর শপথ! আমি এমন নারী নই যে, (একটি সঠিক ব্যাপারে) জীবিত অবস্থায় তার আনুগত্য করবো, আর তার মৃত্যুর পর তার অবাধ্যাচরণ করবো।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ " مَرَّ عَلَى امْرَأَةٍ مَجْذُومَةٍ تَطُوفُ بِالْبَيْتِ، فَقَالَ: يَا أَمَةَ اللَّهِ، اقْعُدِي فِي بَيْتِكِ، وَلا تُؤْذِي النَّاسَ، فَلَمَّا تُوُفِّيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَتَتْ، فَقِيلَ لَهَا: هَلَكَ الَّذِي كَانَ يَنْهَاكِ عَنِ الْخُرُوجِ، قَالَتْ: وَاللَّهِ لا أُطِيعُهُ حَيًّا وَأَعْصِيهِ مَيِّتًا
