আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৬২
- হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুড়ানোর ফযীলাত এবং চুল যতোটুকু খাটো করলে যথেষ্ট হবে।
৪৬২। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “হে আল্লাহ! মাথা মুণ্ডনকৃতদের প্রতি অনুগ্রহ করো। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! চুল খাটোকৃতদের উপরও। তিনি বলেন, “হে আল্লাহ! মাথা মুণ্ডনকৃতদের উপর দয়া করো।” সহাবাগণ আবার বললেন, হে আল্লাহর রাসূল! চুল খাটোকৃতদের উপরও। তিনি বলেন, “হে আল্লাহ! মাথা মুণ্ডনকৃতদের উপর রহম করো।” সাহাবাগণ আবার বললেন, হে আল্লাহর রাসূল! চুল খাটোকৃতদের উপরও । তিনি বলেনঃ “চুল খাটোকৃতদের উপরও।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। যে ব্যক্তি চুল খোঁপার মতো জড়িয়ে রাখে সে মাথা ন্যাড়া করবে। আর চুল খাটো করার চেয়ে তা মুড়িয়ে ফেলা উত্তম। চুল খাটো করলেও যথেষ্ট। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। যে ব্যক্তি চুল খোঁপার মতো জড়িয়ে রাখে সে মাথা ন্যাড়া করবে। আর চুল খাটো করার চেয়ে তা মুড়িয়ে ফেলা উত্তম। চুল খাটো করলেও যথেষ্ট। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» ، قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» ، قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» ، قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَالْمُقَصِّرِينَ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ ضَفَّرَ فَلْيَحْلِقْ، وَالْحَلْقُ أَفْضَلُ مِنَ التَّقْصِيرِ، وَالتَّقْصِيرُ يُجْزِئُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا