আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৬১
মাথা মুড়ানোর ফযীলাত এবং চুল যতোটুকু খাটো করলে যথেষ্ট হবে।
৪৬১। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। উমার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি চুল খোঁপার মতো জড়িয়ে রাখে বা বিনুনি করে রাখে, সে মাথা ন্যাড়া করবে। তোমরা জটার মতো চুল পাকিয়ে রেখো না।
بَابُ: فَضْلِ الْحَلْقِ وَمَا يُجْزِئُ مِنَ التَّقْصِيرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: «مَنْ ضَفَرَ فَلْيَحْلِقْ، وَلا تُشبِّهُوا بِالتَّلْبِيدِ»
