আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৬৩
- হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুড়ানোর ফযীলাত এবং চুল যতোটুকু খাটো করলে যথেষ্ট হবে।
৪৬৩ । নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) হজ্জ অথবা উমরার সময় যখন মাথা ন্যাড়া করতেন, তখন দাড়ি এবং গোঁফও খাটো করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা জরুরী নয়। তবে যার ইচ্ছা তা খাটো করতে পারে, আর নাও করতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা জরুরী নয়। তবে যার ইচ্ছা তা খাটো করতে পারে, আর নাও করতে পারে।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «إِذَا حَلَقَ فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ أَخَذَ مِنْ لِحْيَتِهِ وَمِنْ شَارِبِهِ» ، قَالَ مُحَمَّدٌ: لَيْسَ هَذَا بِوَاجِبٍ، مَنْ شَاءَ فَعَلَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَفْعَلْهُ