আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৪৭
হজ্জের মাসে উমরা করে এবং হজ্জ না করে ফিরে আসা।
৪৪৭। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনে আবু সালামা আল-মাখযূমী (রাহঃ) উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে শাওয়াল মাসে উমরা করার অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলেন। তিনি শাওয়াল মাসে উমরা করলেন এবং হজ্জ না করেই বাড়ী ফিরে এলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। তার উপর তামাত্তো হজ্জের কোরবানী ওয়াজিব নয়। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। তার উপর তামাত্তো হজ্জের কোরবানী ওয়াজিব নয়। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الرَّجُلِ يَعْتَمِرُ فِي أَشْهُرِ الْحَجِّ ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ مِنْ غَيْرِ أَنْ يَحُجَّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ الْمَخْزُومِيَّ اسْتَأْذَنَ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنْ يَعْتَمِرَ فِي شَوَّالٍ، فَأَذِنَ لَهُ، فَاعْتَمَرَ فِي شَوَّالٍ ثُمَّ قَفَلَ إِلَى أَهْلِهِ وَلَمْ يَحُجَّ " قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَلا مُتْعَةَ عَلَيْهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
