আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৪৬
ইহরামহীন ব্যক্তি যদি শিকার ধরে অথবা তা যবেহ করে তবে এটা মুহরিম ব্যক্তি খেতে পারবে কি না
৪৪৬ । উরওয়া ইবনুয যুবায়ের (রাহঃ) বলেন, তাঁর পিতা যুবায়ের ইবনুল আওয়াম (রাযিঃ) ইহরাম অবস্থায় ভাজা গোশত পাথেয় হিসাবে সাথে নিতেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উল্লেখিত সব হাদীসের উপর আমল করি। হালাল ব্যক্তি কোন কিছু শিকারের পর যবেহ করলে তা মুহরিম ব্যক্তিও খেতে পারে। এতে কোন দোষ নেই, শিকার তার উদ্দেশেই ধরা হোক অথবা অন্য করো উদ্দেশে ধরা হোক। কেননা তা হালাল ব্যক্তি শিকার করেছে এবং যবেহ করেছে। আর এ কাজ তার জন্য হালাল। মুহরিম ব্যক্তির জন্য তা শিকার নয়, বরং গোশত। অতএব তা খেলে তার কোন দোষ হবে না। মুহরিম ব্যক্তির জন্য টিড্ডি শিকার করাও নিষেধ। কোন ব্যক্তি ইহরাম অবস্থায় তা শিকার করলে কাফ্ফারা দিতে হবে। কাফ্ফারা হিসাবে খেজুর দেয়াই উত্তম। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র এরূপ মতই বর্ণিত হয়েছে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ الزُّبَيْرَ بْنِ الْعَوَّامِ كَانَ «يَتَزَوَّدُ صَفِيفَ الظِّبَاءِ فِي الإِحْرَامِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، إِذَا صَادَ الْحَلالُ الصَّيْدَ فَذَبَحَهُ، فَلا بَأْسَ بِأَنْ يَأْكُلَ الْمُحْرِمُ مِنْ لَحْمِهِ إِنْ كَانَ صِيدَ مِنْ أَجْلِهِ، أَوْ لَمْ يُصَدْ مِنْ أَجْلِهِ لأَنَّ الْحَلالَ صَادَهُ وَذَبَحَهُ، وَذَلِكَ لَهُ حَلالٌ، فَخَرَجَ مِنْ حَالِ الصَّيْدِ وَصَارَ لَحْمًا، فَلا بَأْسَ بِأَنْ يَأْكُلَ الْمُحْرِمُ مِنْهُ، وَأَمَّا الْجَرَادُ، فَلا يَنْبَغِي لِلْمُحْرِمِ أَنْ يَصِيدَهُ فَإِنْ فَعَلَ كَفَّرَ، وَتَمْرَةٌ خَيْرٌ مِنْ جَرَادَةٍ: كَذَلِكَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَهَذَا كُلُّهُ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى
