আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৪৮
হজ্জের মাসে উমরা করে এবং হজ্জ না করে ফিরে আসা।
৪৪৮। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যিলহজ্জ মাসে হজ্জের পর উমরা করার চেয়ে হজ্জের পূর্বে উমরা করা এবং কোরবানী করা আমার নিকট অধিক পছন্দনীয় ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এর সকল পদ্ধতিই উত্তম। এ ব্যাপারে যথেষ্ট সুযোগ রয়েছে। ইফরাদ হজ্জও করা যেতে পারে, তামাত্তু হজ্জও করা যেতে পারে এবং কিরান হজ্জও করা যেতে পারে। সাথে কোরবানীর পশু নিয়ে যাওয়া সর্বোত্তম।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ يَسَارٍ الْمَكِّيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «لَئِنْ أَعْتَمِرَ قَبْلَ الْحَجِّ، وَأُهْدِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَعْتَمِرَ فِي ذِي الْحِجَّةِ بَعْدَ الْحَجِّ» ، قَالَ مُحَمَّدٌ: كُلُّ هَذَا حَسَنٌ وَاسِعٌ إِنْ شَاءَ فَعَلَ وَإِنْ شَاءَ قَرَنَ وَأَهْدَى فَهُوَ أَفْضَلُ مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৪৮ | মুসলিম বাংলা