আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৪৩
- হজ্ব - উমরার অধ্যায়
ইহরামহীন ব্যক্তি যদি শিকার ধরে অথবা তা যবেহ করে তবে এটা মুহরিম ব্যক্তি খেতে পারবে কি না
৪৪৩। আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি কোন এক সফরে রাসূলুল্লাহ ﷺ -এর সাথে ছিলেন। ঘটনাক্রমে পথিমধ্যে তিনি তার কয়েকজন সঙ্গীর সাথে পিছনে রয়ে গেলেন। তারা ছিলো ইহরাম অবস্থায় আর তিনি (রাবী) ছিলেন ইহরামমুক্ত অবস্থায়। তিনি একটি বন্য গাধা দেখতে পেলেন। তিনি নিজের ঘোড়ার পিঠে উঠে বসলেন এবং নিজের সাথীদের কাছে নিজ চাবুক চাইলেন। তারা তা দিতে অস্বীকার করলেন। অতঃপর তিনি তাদের কাছে নিজের বর্শা তুলে দেয়ার জন্য বললেন, কিন্তু তারা রাজী হলেন না। অতঃপর তিনি নিজে বর্শা তুলে নিয়ে গাধাকে আক্রমণ করলেন এবং তা হত্যা করলেন। রাসূলুল্লাহ ﷺ -এর কতিপয় সাহাবী এর গোশত খেলেন এবং কতিপয় সাহাবী তা প্রত্যাখ্যান করলেন। অতঃপর তারা যখন রাসূলুল্লাহ ﷺ -এর সাথে এসে মিলিত হলেন, তখন তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ এটা তো একটা খাদ্য, আল্লাহ তাআলা তোমাদের তা আহার করিয়েছেন।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ الطَّرِيقِ تَخَلَّفَ مِنْ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ، وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَى حِمَارًا وَحْشِيًّا، فَاسْتَوَى عَلَى فَرَسِهِ، فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ، فَأَبَوْا فَسَأَلَهُمْ أَنْ يُنَاوِلُوهُ رُمْحَهُ، فَأَبَوْا، فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ، فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى بَعْضُهُمْ، فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ: إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ