আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৪৪
ইহরামহীন ব্যক্তি যদি শিকার ধরে অথবা তা যবেহ করে তবে এটা মুহরিম ব্যক্তি খেতে পারবে কি না
৪৪৪। আতা ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। কাব আল-আহবার (রাহঃ) তার কতিপয় ইহরামধারী সঙ্গীর সাথে সিরিয়া থেকে আসলেন। পথিমধ্যে তারা শিকার করা গোশত দেখতে পেলেন। কাব (রাহঃ) সঙ্গীদের তা খাওয়ার অনুমতি দিলেন। তারা মদীনায় পৌঁছে ব্যাপারটি উমার (রাযিঃ)-র কাছে উত্থাপন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, কে তোমাদের তা খাওয়ার অনুমতি দিয়েছে? তারা বলেন, কাব (রাহঃ)। উমার (রাযিঃ) বলেন, আমি কাবকে তোমাদের আমীর নিয়োগ করেছিলাম, মক্কায় ফিরে আসা পর্যন্ত। পুনরায় একদিন মক্কায় যাওয়ার পথে টিড্ডি পাওয়া গেলো। কাব (রাহঃ) তাদের তা ধরে খাওয়ার অনুমতি দিলেন। তারা উমার (রাযিঃ)-র কাছে ফিরে এসে তার সামনে বিষয়টি উত্থাপন করলেন। উমার (রাযিঃ) কাব (রাহঃ)-কে বলেন, কোন জিনিস তোমাকে এই ফতোয়া দিতে উদ্বুদ্ধ করলো? তিনি বলেন, হে আমীরুল মুমিনীন! সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! টিড্ডি তো মাছের হাঁচি থেকে নির্গত । মাছ বছরে দু'বার হাঁচি দিয়ে তা নির্গত করে।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ كَعْبَ الأَحْبَارِ أَقْبَلَ مِنَ الشَّامِ فِي رَكْبٍ مُحْرِمِينَ حَتَّى إِذَا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ وَجَدُوا لَحْمَ صَيْدٍ فَأَفْتَاهُمْ كَعْبٌ بِأَكْلِهِ، فَلَمَّا قَدِمُوا عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ذَكَرُوا ذَلِكَ لَهُ، فَقَالَ: «مَنْ أَفْتَاكُمْ بِهَذَا؟» ، فَقَالُوا: كَعْبٌ، قَالَ: «فَإِنِّي أَمَّرْتُهُ عَلَيْكُمْ حَتَّى تَرْجِعُوا» ، ثُمَّ لَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ، طَرِيقِ مَكَّةَ، مَرَّتْ بِهِمْ رِجْلٌ مِنْ جَرَادٍ، فَأَفْتَاهُمْ كَعْبٌ بِأَنْ يَأْكُلُوهُ، وَيَأْخُذُوهُ فَلَمَّا قَدِمُوا عَلَى عُمَرَ، ذَكَرُوا ذَلِكَ لَهُ، فَقَالَ: " مَا حَمَلَكَ عَلَى أَنْ تُفْتِيَهُمْ بِهَذَا؟ قَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ هُوَ إِلا نَثْرَةُ حُوتٍ يَنْثُرُهُ فِي كُلِّ عَامٍ مَرَّتَيْنِ
