আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৪২
ইহরামহীন ব্যক্তি যদি শিকার ধরে অথবা তা যবেহ করে তবে এটা মুহরিম ব্যক্তি খেতে পারবে কি না
৪৪২। সালেম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) রাবাযা নামক স্থানে কিছু সংখ্যক লোককে ইহরাম অবস্থায় দেখতে পেলেন। তারা তাকে জিজ্ঞেস করলো, হালাল (ইহরামহীন) লোকেরা শিকার ধরে তার গোশত খাচ্ছে, এখন তারাও তা খেতে পারবে কিনা? তিনি তাদেরকে তা খাওয়ার অনুমতি দিলেন। অতঃপর তিনি উমার (রাযিঃ)-র নিকট এসে তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। উমার (রাযিঃ) বলেন, তুমি কি ফতোয়া দিয়েছ? ইবনে উমার (রাযিঃ) বলেন, আমি তাদেরকে তা খাওয়ার ফতোয়া দিয়েছি। উমার (রাযিঃ) বলেন, তুমি তাদের ভিন্নরূপ ফতোয়া দিলে আমি তোমাকে শাস্তি দিতাম।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَنَّهُ " مَرَّ بِهِ قَوْمٌ مُحْرِمُونَ بِالرَّبَذَةِ، فَاسْتَفْتَوْهُ فِي لَحْمِ صَيْدٍ وَجَدُوا أَحِلَّةً يَأْكُلُونَهُ، فَأَفْتَاهُمْ بِأَكْلِهِ، ثُمَّ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ عُمَرُ: بِمَ أَفْتَيْتَهُمْ؟ قَالَ: أَفْتَيْتُهُمْ بِأَكْلِهِ، قَالَ عُمَرُ: لَوْ أَفْتَيْتَهُمْ بِغَيْرِهِ لأَوْجَعْتُكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৪২ | মুসলিম বাংলা