আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪২১
ইহরাম অবস্থায় মাথা ধোয়া বা গোসল করা।
৪২১। আতা ইবনে আবু রাবাহ (রাহঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) ইয়ালা ইবনে মুনাইয়্যা (রাহঃ)-কে বললেন, গোসলের সময় তিনি তার মাথায় পানি ঢালছিলেন, আমার মাথায় পানি ঢালো। ইয়ালা (রাহঃ) বলেন, আপনি আমার দ্বারা এই গুনাহ করাতে চান? আপনি যদি নির্দেশ দেন তবে আমি আপনার মাথায় পানি ঢালবো। উমার (রাযিঃ) বলেন, পানি ঢালো। কেননা মাথায় পানি ঢাললে চুল আরো বেশী এলোমেলো হয়ে যাবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইহরাম অবস্থায় মাথায় পানি ঢালতে কোন দোষ নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ قَيْسٍ الْمَكِّيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لِيَعْلَى بْنِ مُنِيَّةَ وَهُوَ يَصُبُّ عَلَى عُمَرَ مَاءً، وَعُمَرُ يَغْتَسِلُ: " اصْبُبْ عَلَى رَأْسِي، قَالَ لَهُ يَعْلَى: أَتُرِيدُ أَنْ تَجْعَلَهَا فِيَّ؟ إِنْ أَمَرْتَنِي صَبَبْتُ، قَالَ: اصْبُبْ، فَلَمْ يَزِدِ الْمَاءُ إِلا شَعَثًا "، قَالَ مُحَمَّدٌ: لا نَرَى بِهَذَا بَأْسًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪২১ | মুসলিম বাংলা