আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪২২
- হজ্ব - উমরার অধ্যায়
ইহরাম অবস্থায় যে ধরনের কাপড় পরিধান করা মাকরূহ।
৪২২। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে জানতে চাইলো, ইহরামধারী ব্যক্তি কি ধরনের পোশাক পরিধান করবে? তিনি বলেনঃ সে জামা, পাগড়ি, টুপি, পাজামা ও মোজা পরিধান করবে না। যদি কোন ব্যক্তি জুতা সংগ্রহ করতে না পারে, তবে সে মোজা পরিধান করতে পারবে। কিন্তু মোজার উপরিভাগ পায়ের গোছার নীচে থেকে কেটে নিতে হবে। যে কাপড়ে জাফরান অথবা সুগন্ধ ঘাসের রং লাগানো আছে, ইরামধারী ব্যক্তি তাও পরিধান করবে না।
كتاب الحج
بَابُ: مَا يُكْرَهُ لِلْمُحْرِمِ أَنْ يَلْبَسَ مِنَ الثِّيَابِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاذَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ: «لا يَلْبَسُ القُمُصَ، وَلا الْعَمَائِمَ، وَلا السَّرَاوِيلاتِ، وَلا الْبَرَانِسَ، وَلا الْخِفَافَ إِلا أَحَدٌ لا يَجِدُ نَعْلَيْنِ، فَيَلْبَسُ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلا تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ، وَلَا الوَرْسَ»