আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪০৯
কোরবানীর পশু পথিমধ্যে চলতে অক্ষম হয়ে পড়লে ।
৪০৯। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) বলেছেন, যে ব্যক্তি মানত হিসাবে কোরবানীর পশু (মক্কায়) পাঠাবে, সে যেন তার গলায় জুতার মালা পরিধান করায়, তার কুঁজ কাটে এবং এটাকে আল্লাহর ঘরের নিকট অথবা মিনায় কোরবানীর দিন কোরবানী করে। কেননা এটাই তার কোরবানীর স্থান। আর যে ব্যক্তি কোরবানীর জন্য উট অথবা গরু মানত করে, সে তা যেখানে ইচ্ছা কোরবানী করতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র বক্তব্য। অন্যথায় নবী ﷺ এবং অধিকাংশ সাহাবা থেকে বর্ণিত আছে যে, তাঁরা যে কোন স্থানে উট কোরবানী করার অনুমতি দিয়েছেন। কিন্তু একদল মনীষী বলেছেন, হায়ি-কে মক্কায় যবেহ করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেনঃ ﷺ "নজরানা কাবায় পৌছিয়ে দিতে হবে” (মাইদাঃ ৯৫)। কিন্তু উট ও গরুর ক্ষেত্রে এই শর্ত নেই। তাই তা যেখানে ইচ্ছা কোরবানী করা যেতে পারে। তবে যে ব্যক্তি হেরেম শরীফের এলাকায় কোরবানী করার নিয়াত করেছে তাকে সেখানেই কোরবানী করতে হবে। ইমাম আবু হানীফা, ইবরাহীম নাখঈ এবং মালেক ইবনে আনাসেরও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «مَنْ نَذَرَ بَدَنَةً فَإِنَّهُ يُقَلِّدُهَا نَعْلا، وَيُشْعِرُهَا، ثُمَّ يَسُوقُهَا، فَيَنْحَرُهَا عِنْدَ الْبَيْتِ، أَوْ بِمَنًى يَوْمَ النَّحْرِ لَيْسَ لَهُ مَحِلٌّ دُونَ ذَلِكَ، وَمَنْ نَذَرَ جَزُورًا مِنَ الإِبِلِ، أَوِ الْبَقَرِ فَإِنَّهُ يَنْحَرُهَا حَيْثُ شَاءَ» ،

قَالَ مُحَمَّدٌ: وَهُوَ قَوْلُ ابْنِ عُمَرَ، وَقَدْ جَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ غَيْرِهِ مِنْ أَصْحَابِهِ أَنَّهُمْ رَخَّصُوا فِي نَحْرِ الْبَدَنَةِ حَيْثُ شَاءَ، وَقَالَ بَعْضُهُمْ: الْهَدْيُ بِمَكَّةَ لأَنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: {هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ} [المائدة: 95] ، وَلَمْ يَقُلْ ذَلِكَ فِي الْبَدَنَةِ، فَالْبَدَنَةُ حَيْثُ شَاءَ إِلا أَنْ يَنْوِيَ الْحَرَمَ، فَلا يَنْحَرْهَا إِلا فِيهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَإِبْرَاهِيمَ النَّخَعِيِّ، وَمَالِكِ بْنِ أَنَس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪০৯ | মুসলিম বাংলা