আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪০৮
কোরবানীর পশু পথিমধ্যে চলতে অক্ষম হয়ে পড়লে ।
৪০৮। ইবনে উমার (রাযিঃ) বলতেন, হাদয়ি (কোরবানীর পশু) তাই যার গলায় মালা পরানো হয়েছে অথবা কুঁজ কাটা হয়েছে এবং আরাফাতের ময়দানে দাঁড় করানো হয়েছে।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، كَانَ يَقُولُ: «الْهَدْيُ مَا قُلِّدَ، أَوْ أُشْعِرَ وَأُوقِفَ بِهِ بِعَرَفَةَ»
