আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪০৭
কোরবানীর পশু পথিমধ্যে চলতে অক্ষম হয়ে পড়লে ।
৪০৭। আবু জাফর আল-কারী (রাহঃ) বলেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে আইয়্যাশ ইবনে আবু রবীআকে দেখছেন যে, এক বছর তিনি দু'টি উট কোরবানী করেন। তার মধ্যে একটি ছিল বুখতী (লম্বা কুঁজবিশিষ্ট) উট ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। নফল কোরবানীর পশু পথিমধ্যে অচল হয়ে পড়লে হাদীসে উল্লেখিত পন্থা অবলম্বন করতে হবে। তা যবেহ করে লোকদের খাওয়ার জন্য রেখে দিবে। কিন্তু গরীব লোক ছাড়া অন্যদের তা খাওয়া ঠিক নয়।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ الْقَارِئُ، أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ أَهْدَى عَامًا بَدَنَتَيْنِ، إِحْدَاهُمَا بُخْتِيَّةٌ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، كُلُّ هَدْيِ تَطَوُّعٍ عَطِبَ فِي الطَّرِيقِ صَنَعَ كَمَا صَنَعَ، وَخَلَّى بَيْنَهُ وَبَيْنَ النَّاسِ يَأْكُلُونَهُ، وَلا يُعْجِبُنَا أَنْ يَأْكُلَ مِنْهُ إِلا مَنْ كَانَ مُحْتَاجًا إِلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪০৭ | মুসলিম বাংলা