আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪০৬
কোরবানীর পশু পথিমধ্যে চলতে অক্ষম হয়ে পড়লে ।
৪০৬। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) বলেন, আমি ইবনে উমার (রাযিঃ)-কে দেখেছি যে, তিনি হজ্জের বেলায় দু'টি করে উট এবং উমরার বেলায় একটি উট কোরবানীর জন্য পাঠাতেন। রাবী বলেন, আমি আরো দেখেছি যে, তিনি উমরার সময় একটি উট দাঁড়ানো অবস্থায় খালিদ ইবনে উসাইদের ঘরের কাছে যবেহ করেছেন। এই সময় তিনি তার ঘরেই অবস্থান করতেন । রাবী বলেন, আমি আরো দেখেছি যে, তিনি তার উটের কণ্ঠনালীতে এতো জোরে বল্লম মেরেছেন যে, তার ফলা উটের কাঁধ ভেদ করে চলে গেছে।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: كُنْتُ أَرَى ابْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ «يُهْدِي فِي الْحَجِّ بَدَنَتَيْنِ، وَفِي الْعُمْرَةِ بَدَنَةً» ، قَالَ: رَأَيْتُهُ فِي الْعُمْرَةِ «يَنْحَرُ بَدَنتَهُ وَهِيَ قَائِمَةٌ فِي حَرْفِ دَارِ خَالِدِ بْنِ أَسِيدٍ وَكَانَ فِيهَا مَنْزِلُهُ» ، وَقَالَ: لَقَدْ رَأَيْتُهُ «طَعَنَ فِي لَبَّةِ بَدَنَتِهِ حَتَّى خَرَجَتْ سِنَّةُ الْحَرْبَةِ مِنْ تَحْتِ حَنَكِهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪০৬ | মুসলিম বাংলা