আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৬
জুমুআর নামাযের ওয়াক্ত এবং এই দিন সুগন্ধি লাগানো।
২২৬। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) সুগন্ধি মেখে জুমুআর নামাযে আসতেন। তবে তিনি ইহরাম অবস্থায় থাকলে স্বতন্ত্র কথা।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ , أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «لا يَرُوحُ إِلَى الْجُمُعَةِ، إِلا وَهُوَ مُدَّهِنٌ مُتَطَيِّبٌ، إِلا أَنْ يَكُونَ مُحْرِمًا»
