আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৫
জুমুআর নামাযের ওয়াক্ত এবং এই দিন সুগন্ধি লাগানো।
২২৫। আবু সুহাইল ইবনে মালেক (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি লক্ষ্য করেছি, জুমুআর দিন আকীল ইবনে আবু তালিব (রাযিঃ)-র একটি চাটাই মসজিদে নববীর পশ্চিম দিকে দেওয়ালের পাশে বিছানো হতো। অতএব গোটা চাটাইয়ের উপর যখন দেয়ালের ছায়া ছাড়িয়ে যেতো, তখন উমার (রাযিঃ) জুমুআর নামায পড়ার জন্য বেরিয়ে আসতেন। অতঃপর আমরা বাড়িতে ফিরে এসে দুপুরের বিশ্রাম নিতাম।
بَابُ: وَقْتِ الْجُمُعَةِ وَمَا يُسْتَحَبُّ مِنَ الطِّيبِ وَالدِّهَانِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي عَمِّي أَبُو سُهَيْلِ بْنُ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «كُنْتُ أَرَى طِنْفَسَةً لِعَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ يَوْمَ الْجُمُعَةِ تُطْرَحُ إِلَى جِدَارِ الْمَسْجِدِ الْغَرْبِيِّ، فَإِذَا غَشِيَ الطِّنْفَسَةَ كُلَّهَا ظِلُّ الْجِدَارِ خَرَجَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى الصَّلاةِ يَوْمَ الْجُمُعَةِ، ثُمَّ نَرْجِعُ، فَنُقِيلُ قَائِلَةَ الضَّحَاءِ»
