আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৪
আসর নামাযের ফযীলাত এবং আসরের পর নফল নামায পড়া।
২২৪। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যার আসরের নামায ছুটে গেলো, তার ঘর-বাড়ী ও ধন-সম্পদ যেন ধ্বংস হয়ে গেলো।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «الَّذِي يَفُوتُهُ الْعَصْرُ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»
