আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৩
আসর নামাযের ফযীলাত এবং আসরের পর নফল নামায পড়া।
২২৩। সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি দেখেন যে, মুনকাদির ইবনে আব্দুল্লাহকে আসরের পর দুই রাকআত নফল পড়ার অপরাধে উমার (রাযিঃ) প্রহার করেছেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত যে, আসরের পর নফল নামায পড়ার বিধান নেই। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর এই মত।
بَابُ: فَضْلِ الْعَصْرِ وَالصَّلاةِ بَعْدَ الْعَصْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ الْمُنْكَدِرَ بْنَ عَبْدِ اللَّهِ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا صَلاةَ تَطَوُّعٍ بَعْدَ الْعَصْرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ২২৩ | মুসলিম বাংলা