আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৭
জুমুআর নামাযের ওয়াক্ত এবং এই দিন সুগন্ধি লাগানো।
২২৭। সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) বলেন, উছমান ইবনে আফ্ফান (রাযিঃ) জুমুআর দিন তৃতীয় আযানের প্রবর্তন করেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উল্লেখিত সব কর্মপন্থা গ্রহণ করেছি। তৃতীয় যে আযানের প্রবর্তন করা হয়েছে, তা হচ্ছে প্রথম আযান। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উল্লেখিত সব কর্মপন্থা গ্রহণ করেছি। তৃতীয় যে আযানের প্রবর্তন করা হয়েছে, তা হচ্ছে প্রথম আযান। ইমাম আবু হানীফারও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ «زَادَ النِّدَاءَ الثَّالِثَ يَوْمَ الْجُمُعَةِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَالنِّدَاءُ الثَّالِثُ الَّذِي زِيدَ هُوَ النِّدَاءُ الأَوَّلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَالنِّدَاءُ الثَّالِثُ الَّذِي زِيدَ هُوَ النِّدَاءُ الأَوَّلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
