আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭১
রাতের নামায (সালাতুত তাহাজ্জুদ)।
১৭১। যায়েদ ইবনে আসলাম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, হযরত উমার (রাযিঃ) রাতের বেলা নামায পড়তেন আল্লাহ যতোখানি তৌফিক দিতেন। এভাবে তিনি যখন শেষ রাতে পৌঁছে যেতেন, তখন নিজের পরিবারের সদস্যদের নামায পড়ার জন্য ঘুম থেকে উঠাতেন এবং সাথে সাথে নিম্নোক্ত আয়াত পড়তেনঃ “তোমার পরিবার-পরিজনকে নামায পড়ার নির্দেশ দাও এবং তুমি নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। আমরা তোমার নিকট রিযিক চাই না, আমরাই তোমাকে রিযিক দান করি। আর পরিণামে তাকওয়ারই কল্যাণ হয়ে থাকে” (সূরা তহাঃ ১৩২)।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: " كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يُصَلِّي كُلَّ لَيْلَةٍ مَا شَاءَ اللَّهُ أَنْ يُصَلِّي، حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ، أَيْقَظَ أَهْلَهُ لِلصَّلاةِ وَيَتْلُو هَذِهِ الآيَةَ: {وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى} [طه: 132] "
