আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭০
রাতের নামায (সালাতুত তাহাজ্জুদ)।
১৭০। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, কোন ব্যক্তির রাতের ওযীফা (ঐচ্ছিক কুরআন তিলাওয়াত ও দোয়া কালাম পাঠ) ছুটে গেলে, সে যদি তা দুপুরের মধ্যেই পড়ে নেয়, তবে তার ওযীফা ছুটে যায়নি বলে গণ হয়।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ حُصَيْنٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: «مَنْ فَاتَهُ مِنْ حِزْبِهِ شَيْءٌ مِنَ اللَّيْلِ، فَقَرَأَهُ مِنْ حِينِ تَزُولُ الشَّمْسُ إِلَى صَلاةِ الظُّهْرِ فَكَأَنَّهُ لَمْ يَفُتْهُ شَيْءٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৭০ | মুসলিম বাংলা