আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩২
যে ব্যক্তি নামাযের কিছু অংশ পায়।
১৩২। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) যখন ইমামকে এমন অবস্থায় পেতেন যে, নামাযের কিছু অংশ পড়া হয়ে গেছে, তখন তিনি তার সাথে ঐ অবস্থায় নামাযে শামিল হতেন। তিনি ইমামকে দাঁড়ানো বা বসা যে অবস্থায় পেতেন সেই অবস্থায় নামাযে শরীক হতেন এবং নামাযের কোন ব্যাপারেই ইমামের বিপরীত করতেন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা ও ইমাম আবু হানীফা (রাহঃ) এই নীতি গ্রহণ করেছি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা ও ইমাম আবু হানীফা (রাহঃ) এই নীতি গ্রহণ করেছি।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الإِمَامَ قَدْ صَلَّى بَعْضَ الصَّلاةِ، صَلَّى مَعَهُ مَا أَدْرَكَ مِنَ الصَّلاةِ، إِنْ كَانَ قَائِمًا قَامَ، وَإِنْ كَانَ قَاعِدًا قَعَدَ، حَتَّى يَقْضِي الإِمَامُ صَلاتَهُ، لا يُخَالِفُ فِي شَيْءٍ مِنَ الصَّلاةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
