আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১
যে ব্যক্তি নামাযের কিছু অংশ পায়।
১৩১। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) নামায পড়তে এসে যদি দেখতে পেতেন, লোকেরা রুকূ থেকে মাথা তুলে নিয়েছে তবে তিনি সিজদায় তাদের সাথে শরীক হতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নিয়ম অনুযায়ী আমল করি। ইমামকে সিজদারত পেলে এই অবস্থায় তার সাথে নামাযে শরীক হবে। কিন্তু তা নামাযের রাআত হিসাবে গণ্য হবে না। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ إِذَا جَاءَ إِلَى الصَّلاةِ، فَوَجَدَ النَّاسَ قَدْ رَفَعُوا مِنْ رَكْعَتِهِمْ سَجَدَ مَعَهُمْ» .
قَالَ مُحَمَّدٌ: بِهَذَا نَأْخُذُ، وَيَسْجُدُ مَعَهُمْ وَلا يَعْتَدُّ بِهَا وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৩১ | মুসলিম বাংলা