আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০
যে ব্যক্তি নামাযের কিছু অংশ পায়।
১৩০। নাফে (রাহঃ) বলেন, ইমাম যে নামাযে সশব্দে কিরাআত পড়েন, তার কোন অংশ যদি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র ছুটে যেতো, তবে ইমামের সালাম ফিরানোর পর তিনি উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামায পূর্ণ করতেন এবং তাতে কিরাআত পড়তেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। অর্থাৎ ইমামের সাথে নামাযের না পাওয়া প্রথম অংশ তিনি পূর্ণ করতেন। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
[মুওয়াত্তা ইমাম মালেক-এ হাদীসটি এভাবে উক্ত হয়েছেঃ

إذا فاته شيئ من الصلوة مع الامام فيما جهر فيه الامام بالقراءة أنه إذا سلم الامام قام عبد الله بن عمر فقرا لنفسه فيما يقضى وجهر (كتاب الصلوة
باب العمل في القراءة)

“ইমাম যে নামাযের কিরাআত সশব্দে পড়েন, সেই নামাযের কোন অংশ আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র ছুটে গেলে, ইমামের সালাম ফিরানোর পর তিনি উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামায পূর্ণ করতেন এবং তাতে সশব্দে কিরাআত পড়তেন” —অনুবাদক]।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ , أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا فَاتَهُ شَيْءٌ مِنَ الصَّلاةِ مَعَ الإِمَامِ الَّتِي يُعْلِنُ فِيهَا بِالْقِرَاءَةِ، فَإِذَا سَلَّمَ، قَامَ ابْنُ عُمَرَ، فَقَرَأَ لِنَفْسِهِ فِيمَا يَقْضِي ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لأَنَّهُ يَقْضِي أَوَّلَ صَلاتِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৩০ | মুসলিম বাংলা