আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৯
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রক্তপ্রদরের রোগিনী
৭৯। সুমাই (রাহঃ) থেকে বর্ণিত। আল-কা'কা' ইবনে হাকীম এবং যায়েদ ইবনে আসলাম (রাহঃ) তাকে সাঈদ ইবনুল মুসাইয়্যাবের কাছে পাঠালেন রক্তপ্রদরের রোগিনী কিভাবে গোসল করবে তা জিজ্ঞেস করার জন্য। সাঈদ (রাহঃ) বলেন, দুই তুহরের মাঝখানের দিনগুলোতে সে নিয়মিত গোসল করবে এবং প্রত্যেক নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে। যদি অধিক পরিমাণে রক্ত বের হয়, তবে লজ্জাস্থানে কাপড় দিয়ে পট্টি বেঁধে নিবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মাসিক ঋতুর নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর রক্তপ্রদরের রোগিনী গোসল করবে। অতঃপর পরবর্তী হায়েযের সময় আসা পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, অতঃপর নামায পড়বে। পরবর্তী হায়েয শুরু হয়ে গেলে সে নামায ত্যাগ করবে। হায়েযের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পূর্বের ন্যায় গোসল করবে এবং প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, অতঃপর নামায পড়বে। রক্তপ্রদরের রোগ যতো দিন ভালো না হবে ততো দিন এই নিয়ম মেনে চলবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সাধারণ ফিকহবিদদের এই মত।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سُمَيٌّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ الْقَعْقَاعَ بْنَ حَكِيمٍ، وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ يَسْأَلُهُ عَنِ الْمُسْتَحَاضَةِ كَيْفَ تَغْتَسِلُ؟ فَقَالَ سَعِيدٌ «تَغْتَسِلُ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ بِثَوْبٍ» .
قَالَ مُحَمَّدٌ: تَغْتَسِلُ إِذَا مَضَتْ أَيَّامُ أَقْرَائِهَا، ثُمَّ تَتَوَضَّأُ لِكُلِّ صَلاةٍ وَتُصَلِّي، حَتَّى تَأْتِيَهَا أَيَّامُ أَقْرَائِهَا، فَتَدَعُ الصَّلاةَ، فَإِذَا مَضَتْ، اغْتَسَلَتْ غُسْلا وَاحِدًا، ثُمَّ تَوَضَّأَتْ لِكُلِّ وَقْتِ صَلاةٍ وَتُصَلِّي، حَتَّى يَدْخُلَ الْوَقْتُ الآخَرُ مَا دَامَتْ تَرَى الدَّمَ، [ص:53] وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান