আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৮
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রক্তপ্রদরের রোগিনী
৭৮। নবী ﷺ -এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ -এর যুগে এক মহিলার মাসিক ঋতু শেষ হওয়ার পরও রক্তস্রাব বন্ধ হতো না। উম্মে সালামা (রাযিঃ) তার সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -এর কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। তিনি বলেনঃ রক্তপ্রদরের রোগে আক্রান্ত হওয়ার পূর্বে এই মহিলার যতো দিন করে মাসিক ঋতু হতো, প্রতি মাসে সে ততো দিন নামায ত্যাগ করবে। অতঃপর সেই পরিমাণ সময় অতিবাহিত হলে সে সেদিকে লক্ষ্য রাখবে এবং গোসল করবে, নিজের লজ্জাস্থানে কাপড় দিয়ে পট্টি বেঁধে নিবে, অতঃপর নামায পড়বে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। রক্তপ্রদরের রোগিনী প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, রক্ত প্রবাহিত হতে থাকলে তা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে এবং ওয়াক্তের শেষ প্রান্তে নামায পড়বে। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। রক্তপ্রদরের রোগিনী প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, রক্ত প্রবাহিত হতে থাকলে তা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে এবং ওয়াক্তের শেষ প্রান্তে নামায পড়বে। ইমাম আবু হানীফারও এই মত ।
أبواب الطهارة
بَابُ: الْمُسْتَحَاضَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ امْرَأَةً كَانَتْ تُهْرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَنْظُرِ اللَّيَالِيَ وَالأَيَّامَ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ، فَلْتَغْتَسِلْ ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ فَلْتُصَلِّ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَتَتَوَضَّأُ لِوَقْتِ كُلِّ صَلاةٍ، وَتُصَلِّي إِلَى الْوَقْتِ الآخَرِ، وَإِنْ سَالَ دَمُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَتَتَوَضَّأُ لِوَقْتِ كُلِّ صَلاةٍ، وَتُصَلِّي إِلَى الْوَقْتِ الآخَرِ، وَإِنْ سَالَ دَمُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ