আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৮০
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রক্তপ্রদরের রোগিনী
৮০। উরওয়া ইবনুয যুবায়ের (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রক্তপ্রদরে আক্রান্ত রোগিনীকে প্রতি তুহরে একবার মাত্র গোসল করতে হবে (প্রতিদিন গোসল করা তার জন্য বাধ্যতামূলক নয়), অতঃপর প্রতি ওয়াক্ত নামাযের জন্য নতুনভাবে উযু করবে।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «لَيْسَ عَلَى الْمُسْتَحَاضَةِ أَنْ تَغْتَسِلَ إِلا غُسْلا وَاحِدًا، ثُمَّ تتَوَضَّأُ بَعْدَ ذَلِكَ لِلصَّلاةِ» .
tahqiqতাহকীক:তাহকীক চলমান