আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৩
নাক দিয়ে রক্ত বের হলে উযু করা
৩৩। ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে কুসাইত (রাহঃ) দেখলেন, নামাযরত অবস্থায় সাঈদ ইবনুল মুসাইয়্যাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। অতএব তিনি রাসূলুল্লাহ ﷺ -এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ)-র ঘরে আসলেন। তাকে উযুর পানি দেয়া হলো। তিনি উযু করলেন, অতঃপর ফিরে গিয়ে অবশিষ্ট নামায সমাপ্ত করলেন।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، «أَنَّهُ رَأَى سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ رَعَفَ وَهُوَ يُصَلِّي، فَأَتَى حُجْرَةَ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، ثُمَّ رَجَعَ فَبَنَى عَلَى مَا قَدْ صَلَّى» .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৩ | মুসলিম বাংলা