আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৪
নাক দিয়ে রক্ত বের হলে উযু করা
৩৪। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তাকে জিজ্ঞেস করা হলো, যার নাক দিয়ে অধিক পরিমাণে রক্ত ঝরে সে কিভাবে নামায পড়বে? তিনি বলেন, সে মাথার ইশারায় নামায পড়বে।*

* রুকু-সিজদায় মাথা নিচু করাতে নাক দিয়ে রক্ত বের হলে ইশারায় রুকু-সিজদা করতে হবে (অনুবাদক)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، " أَنَّهُ سُئِلَ عَنِ الَّذِي يَرْعُفُ فَيَكْثُرُ عَلَيْهِ الدَّمُ كَيْفَ يُصَلِّي؟ قَالَ: يُومِئُ إِيمَاءً بِرَأْسِهِ فِي الصَّلاةِ «.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৪ | মুসলিম বাংলা