আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৯
আগুনে পাকানো জিনিস খেলে উযু নষ্ট হয় কিনা
২৯। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবীআ আল-আদাবী (রাহঃ)-কে জিজ্ঞেস করলাম, কোন ব্যক্তি উযু করার পর আগুনে পাকানো খাবার গ্রহণ করলো, তাকে কি পুনর্বার উযু করতে হবে? তিনি বলেন, আমি দেখেছি, আমার পিতা (আমের ইবনে রবীআ) আগুনে পাকানো খাবার খেয়েছেন, কিন্তু অতঃপর উযু করেননি।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ الْعَدَوِيَّ، عَنِ الرَّجُلِ يَتَوَضَّأُ ثُمَّ يُصِيبُ الطَّعَامَ قَدْ مَسَّتْهُ النَّارُ أَيَتَوَضَّأُ مِنْهُ؟ قَالَ: قَدْ رَأَيْتُ أَبِي يَفْعَلُ ذَلِكَ، ثُمَّ لا يَتَوَضَّأُ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ২৯ | মুসলিম বাংলা