আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৮
আগুনে পাকানো জিনিস খেলে উযু নষ্ট হয় কিনা
২৮। আবান ইবনে উছমান (রাহঃ) বলেন, উছমান ইবনে আফ্ফান (রাযিঃ) গোশত এবং রুটি খেলেন, অতঃপর কুলি করলেন, উভয় হাত ধুলেন, অতঃপর উভয় হাত দিয়ে মুখমণ্ডল মাসেহ করলেন, অতঃপর নামায পড়লেন, কিন্তু (পুনরায়) উযু করেননি।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي ضَمْرَةُ بْنُ سَعِيدٍ الْمَازِنِيُّ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، «أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ أَكَلَ لَحْمًا، وَخُبْزًا فَتَمَضْمَضَ، وَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ مَسَحَهُمَا بِوَجْهِهِ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা