আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭
আগুনে পাকানো জিনিস খেলে উযু নষ্ট হয় কিনা
২৭। রবীআ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি উমার (রাযিঃ)-র সাথে রাতের আহার করলেন, অতঃপর নামায পড়লেন, কিন্তু (নতুন করে) উযু-করেননি।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ , أَنَّهُ تَعَشَّى مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ "
