আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং: ৫১১৫
আন্তর্জাতিক নং: ৫৫১১
২৯২০. নহর ও যবেহ করা।
৫১১৫। ইসহাক (রাহঃ) ......... আসমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) -এর আমলে আমরা একটি ঘোড়া যবেহ করেছি। তখন আমরা মদীনায় থাকতাম। পরে আমরা সেটি খেয়েছি।
باب النَّحْرِ وَالذَّبْحِ
5511 - حَدَّثَنَا إِسْحَاقُ، سَمِعَ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ: «ذَبَحْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا، وَنَحْنُ بِالْمَدِينَةِ، فَأَكَلْنَاهُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫১১৫ | মুসলিম বাংলা