আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫১২
২৯২০. নহর ও যবেহ করা।
৫১১৬। কুতায়বা (রাহঃ) ......... আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর আমলে আমরা একটি ঘোড়া নহর করেছি। এরপর তা খেয়েছি।
‘নহর’ কথাটির বর্ণনা এ সঙ্গে হিশামের সূত্র দিয়ে ওয়াকী ও ইবনে ‘উয়াইনা অনুরূপ বর্ণনা করেছেন।
‘নহর’ কথাটির বর্ণনা এ সঙ্গে হিশামের সূত্র দিয়ে ওয়াকী ও ইবনে ‘উয়াইনা অনুরূপ বর্ণনা করেছেন।
