শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭২৫০
স্বাধীনা মহিলাদের কেশের প্রতি গোলামের দৃষ্টি
৭২৫০। সালিহ্ ইবন আব্দুর রহমান (রাহঃ)..... আশ-শাবী (রাহঃ) হতে বর্ণনা করেন এবং ইউনুস (রাহঃ)..... হযরত হাসান বসরী (রাহঃ) হতে বর্ণনা করেন। তারা দুজনই মনিব নারীর কেশের দিকে তার গোলামের নযর করাকে খারাপ মনে করতেন।
7250 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: ثنا مُغِيرَةُ، عَنِ الشَّعْبِيِّ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، «أَنَّهُمَا كَرِهَا أَنْ يَنْظُرَ الْعَبْدُ إِلَى شَعْرِ مَوْلَاتِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭২৫০ | মুসলিম বাংলা