শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭২৫০
 মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বাধীনা মহিলাদের কেশের প্রতি গোলামের দৃষ্টি
৭২৫০। সালিহ্ ইবন আব্দুর রহমান (রাহঃ)..... আশ-শাবী (রাহঃ) হতে বর্ণনা করেন এবং ইউনুস (রাহঃ)..... হযরত হাসান বসরী (রাহঃ) হতে বর্ণনা করেন। তারা দুজনই মনিব নারীর কেশের দিকে তার গোলামের নযর করাকে খারাপ মনে করতেন।
كتاب الكراهة
7250 -  حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: ثنا مُغِيرَةُ، عَنِ الشَّعْبِيِّ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، «أَنَّهُمَا كَرِهَا أَنْ يَنْظُرَ الْعَبْدُ إِلَى شَعْرِ مَوْلَاتِهِ»