আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫০৭
২৯১৭. বেদুঈন ও তাদের মত লোকের যবেহকৃত জন্তু
৫১১১। মুহাম্মাদ ইবনে ‘উবাইদুল্লাহ (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদল লোক মহানবী (ﷺ) -কে বললঃ কিছু সংখ্যক মানুষ আমাদের নিকট গোশত নিয়ে আসে। আমরা জানিনা যে, পশুটির যবেহের সময় বিসমিল্লাহ বলা হয়েছিল কিনা। তখন নবী করীম (ﷺ) বললেনঃ তোমরাই এতে বিসমিল্লাহ পড় এবং তা খাও। ‘আয়েশা (রাযিঃ) বলেনঃ প্রশ্নকারী দলটি ছিল কুফর থেকে নতুন ইসলাম গ্রহণকারী।

ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ দারাওয়ারদী (রাহঃ) ‘আলী (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু খালিদ ও তুফাবী (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন