আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫০৬
২৯১৬. দাঁত, হাড় ও নখের সাহায্যে যবেহ করা যাবে না
৫১১০। কাবীসা (রাহঃ) ......... রাফি‘ ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ খাও অর্থাৎ যা রক্ত প্রবাহিত করে; তবে দাঁত ও নখের দ্বারা নয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন