শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭১৬২
দাগানো মাকরূহ কি না?
৭১৬২। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ……. আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে একদিন তিন ব্যক্তি এসে বলল, আমাদের এক সাথী অসুস্থ হয়ে পড়েছে আর তার জন্য দাগানোর চিকিৎসা নির্ধারণ করা হয়েছে। তো আমরা কি তাকে দাগাবো? তিনি নীরব থাকলেন, তারা পুনঃ প্রশ্ন করলো আর তিনি নীরব থাকলেন। অতঃপর তিনি তাদেরকে তৃতীয়বারের সময় বললেন, যদি তোমরা ইচ্ছে কর তাহলে তাকে দাগাও, আবার যদি ইচ্ছে কর তাহলে কি উত্তপ্ত পাথর দ্বারা সেঁকা দাও ।
আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, وَإِنْ شِئْتُمْ -এর অর্থ আমাদের মতে 'ধমক', যার বাহ্যিক অর্থ হলো আদেশ কিন্তু অন্তর্নিহিত মর্ম হলো নিষেধ যেমন আল্লাহ্ তা'আলা বলেন :

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ

অর্থাৎ “তোমার আহবানে তাদের মধ্যে যাকে পার পদস্খলিত কর।” (সূরা ১৭ : ৬৪)
আল্লাহ্ তা'আলা আরো বলেন : اعْمَلُوا مَا شِئْتُمْ অর্থাৎ "তোমাদের যা ইচ্ছে কর"। (সূরা ৪১ : ৪০)
7162 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةُ نَفَرٍ فَقَالُوا: إِنَّ صَاحِبًا لَنَا مَرِيضٌ وَوُصِفَ لَهُ الْكَيُّ , أَفَنَكْوِيهِ؟ فَسَكَتَ , ثُمَّ عَاوَدُوا فَسَكَتَ , ثُمَّ قَالَ لَهُمْ فِي الثَّالِثَةِ: «اكْوُوهُ إِنْ شِئْتُمْ , وَإِنْ شِئْتُمْ فَارْضِفُوهُ بِالرَّضْفِ» قَالَ أَبُو جَعْفَرٍ: وَمَعْنَى هَذَا عِنْدَنَا عَلَى الْوَعِيدِ الَّذِي ظَاهِرُهُ الْأَمْرُ , وَبَاطِنُهُ النَّهْيُ , كَمَا قَالَ اللهُ عَزَّ وَجَلَّ {وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ} [الإسراء: 64] الْآيَةَ , وَكَقَوْلِهِ {اعْمَلُوا مَا شِئْتُمْ} [فصلت: 40]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭১৬২ | মুসলিম বাংলা