শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭১৬৩
দাগানো মাকরূহ কি না?
৭১৬৩। আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) …… আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা যা দ্বারা চিকিৎসা কর তাতে যদি আরোগ্য থেকে থাকে, তাহলে তা আছে রক্ত মোক্ষকের কাঁচের নালায় কিংবা মধুর শরবতে কিংবা আগুনের সেঁকায়, তবে দাগানো আমি পছন্দ করি না।
7163 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا أَبُو سَعِيدٍ مُحَمَّدُ بْنُ أَسْعَدَ الثَّعْلَبِيُّ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنْ كَانَ فِي شَيْءٍ مِمَّا تُدَاوُونَ بِهِ شِفَاءٌ , فَفِي شَرْطَةِ مِحْجَمٍ , أَوْ شَرْبَةِ عَسَلٍ , أَوْ لَذْعَةِ نَارٍ , وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭১৬৩ | মুসলিম বাংলা