শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৬১
দাগানো মাকরূহ কি না?
৭১৬১। ইবন মারযূক (রাহঃ) …… আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে তাদের এক সাথীকে নিয়ে এলো। তারা তাঁকে প্রশ্ন করল আমরা কি তাকে দাগাবো? রাসূলুল্লাহ্ (ﷺ) চুপ করে রইলেন। আবারো তারা তাঁকে প্রশ্ন করল, তিনি তখনও চুপ করে রইলেন। অতঃপর তারা আবার তাঁকে প্রশ্ন করল। তখন তিনি তাদেরকে বললেন পাথর সেঁকা দাও কিংবা (আগুনে ) পোড়া দাও, আর এটাকে তিনি অপছন্দ করলেন।
بَابُ الْكَيِّ هَلْ هُوَ مَكْرُوهٌ أَمْ لَا؟
7161 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللهِ أَنَّ نَاسًا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَاحِبٍ لَهُمْ , فَسَأَلُوهُ أَنَكْوِيهِ؟ , فَسَكَتَ , فَسَأَلُوهُ , فَسَكَتَ , ثُمَّ سَأَلُوهُ فَقَالَ: «ارْضِفُوهُ أَوْ حَرِّقُوهُ وَكَرِهَ ذَلِكَ»
