শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭১৬০
 মাকরুহ বিষয়াদির বর্ণনা
ইলম তথা হাদীস লিপিবদ্ধ করা যথার্থ কিনা
৭১৬০। ইউনুস (রাহঃ) ..... বাশীর ইবন নাহীক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ) থেকে কিতাবসমূহ বা পান্ডুলিপি নিয়ে (হাদীসসমূহ) লিখতাম। যখন লেখা থেকে ফারেগ বা অবসর হতাম তা তাঁর সম্মুখে পাঠ করতাম এবং বলতাম, আমি যা আপনার সম্মুখে পাঠ করেছি, আপনি কি তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বলতেন হ্যাঁ (আমি শুনেছি)।
كتاب الكراهة
7160 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ الدِّمَشْقِيُّ، عَنْ عِمْرَانَ بْنِ حُدَيْرٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، قَالَ: كُنْتُ آخُذُ الْكُتُبَ مِنْ أَبِي هُرَيْرَةَ فَأَكْتُبُهَا , فَإِذَا فَرَغْتُ , قَرَأْتُهَا عَلَيْهِ , فَأَقُولُ: «الَّذِي قَرَأْتُهُ عَلَيْكَ , أَسَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَيَقُولُ: «نَعَمْ»